অবতক খবর,৮ আগস্ট,বারাসত :জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ।আবার বারাসাত ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একটি ১৯ বছরের ছেলের। ডেঙ্গুর আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
উত্তর ২৪ পরগনা জেলায় বারাসত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে আবারো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একটি ১৯ বছরের ছেলের। এলাকাবাসীর অভিযোগ এই ওয়ার্ডে একাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বারাসাত পৌরসভায় বারবার জানোনা সত্ত্বেও এবং এই ওয়ার্ডের কাউন্সিলর কে বারবার বলা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয় নি।
এলাকাবাসীর অভিযোগ কাউন্সিলরকে বারবার বলা সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি এই বিষয়ে কোন সময় মশা মারার তেল দিতে আসলেও কিছু কিছু জলাশয় একটু একটু তেল দিয়ে চলে যায়। তবে ডেঙ্গু মুক্ত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেই।
আর আবারো ডেঙ্গুতে মৃত্যু হওয়ায় বারাসাত ২২ নম্বর ওয়ার্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।