অবতক খবর,১২ নভেম্বর,বামনগোলা,১২ নভেম্বর: আবার হাত ছাড়া বিজেপির পঞ্চায়েত।পঞ্চায়েতের বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দিতেই উপপ্রধান কে অপসারণ করলেন তৃণমূল। মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত বিজেপির হাত থেকে এদিন তৃণমূলের দখলে এলো। ওই পঞ্চায়েতের উপপ্রধান হিরামনি মার্ডি বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনস্থা এনে এদিন আস্থা ভোটে অপসারণ করা হয়।
জানা যায়, গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের মোট সদস্যের আসন সংখ্যা ১৫ যায় মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল ৮ এবং তৃণমূলের আসন সংখ্যা ছিল ৭টি। যায় মধ্যে তৃণমূলের এক জন সদস্য মারা যাওয়ার ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৬জন। এর পরেই বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৮ জন এবং বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন । ওই আট জন সদস্য ওই পঞ্চায়েতে উপপ্রধান হিরামনী মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আস্থা হারিয়ে অনস্থা নিয়ে আসে তৃণমূলের সদস্যরা। এদিন ছিলো আস্থা ভোট। পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে আস্থা ভোটে ওই পঞ্চায়েতের উপপ্রধানকে অপসারণ করা হয়।