অবতক খবর,১০ সেপ্টেম্বরঃ আবারো ছিনতাই এর ঘটনা উত্তরপাড়া থানা এলাকায়,সিসি ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের ছবি।

ঘটনাস্থল হুগলির নবগ্রাম। এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে পালায় এক ছিনতাইকারী।শুক্রবার বিকালে ঘটে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, হুগলির নবগ্রামের বোস পুকুরের বাসিন্দা তনুশ্রী চক্রবর্তী শুক্রবার বিকেলে নবগ্রাম এক নম্বর মাঠ এলাকায় একটি সুইমিং ক্লাবে মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে যাচ্ছিলেন।সেই সময় তার পিছন পিছন গিয়ে সুইমিং ক্লাবে ঢোকার মুখে গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালায় এক যুবক। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
তনুশ্রী চক্রবর্তী বলেন, নীল রঙের জামা পড়া পায়ে লাল রঙের চটি পড়া একটি যুবক পিছন থেকে এসে তার গলার হারটি ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়।তিনি নিজেও ওই ছিনতাইকারীর পিছু নেন।সেই সময় ওখান থেকে যাওয়া এক বাইক আরোহীকে তিনি এই ঘটনার কথা জানালে ওই বাইক আরোহী ধরার জন্য ধাওয়া করে। কিন্তু তারপরে আর ওই ছিনতাইকারী কে দেখতে পাওয়া যায়নি। ওই মহিলা আরো জানান, ঠিক একই সময় ওই এলাকায় সাদা জামা পড়ে এক যুবক একটি স্কুটি নিয়ে দাঁড়িয়ে ছিল, তার অনুমান ওই ছিনতাইকারী দৌড়ে এসে স্কুটিতে উঠে পালিয়েছে। ঘটনার পর থেকেই মহিলা এখনো পর্যন্ত খুবই আতঙ্কিত। ঘটনার পর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন কানাইপুর পুলিশ ফাঁড়িতে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে জায়গায় জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং। পুলিশের অনুমান এটি কোন এক ব্যক্তির কাজ নয়।এই ছিনতাইয়ের ঘটনায় একটি গ্যাং কাজ করছে।
তৃণমূল যুব কংগ্রেসের উত্তরপাড়ার শ্রীরামপুর শাখার সভাপতি শতদ্রু কর বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক। তবে পুলিশের উপরে আস্থা আছে।
প্রসঙ্গত গত কয়েক মাসে উত্তরপাড়া থানা এলাকার উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর অঞ্চলে একাধিক এই ধরনের ছিনতাই এর মত অপরাধ ঘটেছে।দিনের বেলায় নিরাপদে রাস্তায় বেরোনো এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া থানা এলাকায়।দুষ্কৃতিদের দৌরাত্মে উদ্বিগ্ন শহরবাসী চাইছে পুলিশি তৎপরতা।