অবতক খবর,১০ মার্চ : সমস্ত রেকর্ড ভেঙে তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন শি জিনপিং। মাও জে দং-কে টেক্কা দিয়ে গত অক্টোবরেই চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন শি জিনপিং। সেই সময়ই চিনের সর্বশক্তিমান নেতা হিসাবে নিজের প্রতিপত্তি প্রমাণ করেছিলেন। এবার তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবেও নির্বাচিত হলেন তিনি। চলতি সপ্তাহের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকেও এই ইস্যুগুলিকে সতর্কভাবে বাদ দেওয়া হয়। একদিকে যেখানে চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন শি জিনপিং, সেখানেই দেশের নতুন প্রিমিয়ার হিসাবে নির্বাচিত হতে চলেছেন লি কোয়াং।

শুক্রবারই শি জিনপিংকে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি তাঁকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসাবেও তাঁকে সর্বসম্মত ভোটে পুনরায় নির্বাচিত করা হয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য়ই পরিকল্পিতভাবে জিনপিংকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে। শপথ গ্রহণের পর জিনপিং চিনের সর্বোচ্চ সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট হবেন। গত অক্টোবরে যখন চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে নির্বাচিত হন জিনপিং, সেই সময়ই তিনি চিনের সংবিধানে একাধিক পরিবর্তন আনেন নিজের ক্ষমতা বাড়ানোর জন্য।