অবতক খবর,১০ সেপ্টেম্বরঃ আবারো প্রশ্নের মুখে শহর কলকাতার নামি সরকারি হসপিটাল বেলেঘাটা আইডি হসপিটাল। হসপিটালের ভেতর প্রবেশ করে হসপিটালে এর ভেতর বেশ কিছু চত্বর ঘুরলেই পাওয়া যাবে বস্তায় বস্তা শুধু মদের বোতল।
তাহলে কি চিকিৎসার পাশাপাশি মদ্যপানও চলছে, এই হসপিটালে।
আরো একটি অবাক করা কান্ড কি জানেন বেলেঘাটা আইডি হসপিটালে জি ব্লকের শিশু বিভাগ যেখানে খুদে খুদে শিশুদের চিকিৎসা হয় সেইখানেই ছড়িয়ে ছিটিয়ে এইসব মদের বোতল।

হসপিটাল কর্তৃপক্ষর কাছে প্ৰশ্নোর উত্তর চাইতে গেলে কার্যত ছেড়ে দে মা পালিয়ে বাঁচি সেই অবস্থাও হল পাওয়া গেল না কর্তৃপক্ষের কোনও উত্তর।
এর আগে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ক্যাম্পাসে মদের বোতল।
এবার তো দেখতে হচ্ছে কলকাতা শহরে নামি সরকারি হসপিটালেও মদ।