অবতক খবর,১৯ জানুয়ারি: আজ সমাজকর্মী, সাধারণ জনের অত্যন্ত কাছের মানুষ মৃণাল সিংহরায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী প্রতিপালিত হল শহর জুড়ে।
মৃণাল সিংহ রায় আবুদা নামেই পরিচিত। তাঁর স্মরণ ও শ্রদ্ধায় আজকের অনুষ্ঠান সার্কাস ময়দানে সাড়ম্বরে পালিত হয় মৃণাল সিংহরায় (আবু) মেমোরিয়াল সোসাইটির আয়োজনে। এই সংস্থাটির মূল কর্ণধার আবুদার বোন সোনালী সিংহ রায়।
আবুদা যেহেতু সমাজকর্মী ছিলেন সেহেতু তাঁর স্মরণে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১৫০ জন রক্তদান করেন। এদিন অতিথি বরণ অনুষ্ঠানে বীজপুর অঞ্চলের সমস্ত সুধীজন ও গুণীজনেরা ছিলেন।
এই অনুষ্ঠান প্রসঙ্গে সোনালী সিংহরায় জানান,দাদা ছিলেন সবার, সব মানুষের মধ্যে। তাঁর কর্মকাণ্ড যে ব্যাপক ছিল সাধারণ মানুষ জানে। একথা সত্য হলেও তাঁকে প্রতিবছর স্মরণ ও শ্রদ্ধার মাধ্যমে মানুষের আরো কাছে পৌঁছে দেওয়াই আমার কর্তব্য বলে আমি মনে করি। তিনি যেমন দুঃস্থ পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতেন, সেই কারণেই তাঁর এই মহৎ উদ্দেশ্যে পাশে থাকব বলে আমি অঙ্গীকার করছি। এইজন্যই আজকের রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।