অবতক খবর,২৪ আগস্টঃ সাধারনত আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমন ধান রোপন করে ফেলেন চাষিরা । এবছর অবশ্য বৃষ্টি ও সেচের অভাবে সব জমিতে ধান পুঁতে উঠতে পারে নাই মন্তেশ্বরের চাষীরা। হিরু প্রামাণিক, তাপস দে, গৌতম দেরা জানান আমাদের কৃষিপ্রধান এলাকা, আমরা চাষের উপর নির্ভরশীল , চাষ কার্য হচ্ছে আমাদের একমাত্র জীবিকা।

তাই ফলনের ক্ষতির আশঙ্কা থাকলেও, ফলনকম হবে ধরে নিয়ে জমি সব ফেলে না রেখে সংসার চালানোর জন্য, যে জমিগুলি বৃষ্টির অভাবে , ধানরোপন করতে পারি নাই, এখন সেই গুলি ধান রোপণ করা হচ্ছে। অথচ একধারে আমন ধানের জোরকদমে নিরেনে কাজও করছে মন্তেশ্বর এলাকার চাষীরা। মন্তেশ্বর এলাকার।