অবতক খবর ,সংবাদদাতা :: মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখছে বনগাঁয় এসেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন। এদিন তিনি বনগাঁ এসডিও অফিসে উত্তর ২৪ পরগনা জেলাশাসক, উত্তর ২৪ পরগনা সভাধিপতি ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বনগাঁ এস ডি ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, বনগাঁ মহকুমা ক্ষতিগ্রস্তদের লিস্ট তৈরি করে ভালো কাজ হয়েছে ।
সড়ক পথ গুলি ক্লিয়ার হয়েছে, কোন বড় রাস্তায় গাছ পড়ে নেই। একটু একটু করে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক হচ্ছে । ডিজি জেনারেটর এর ব্যবস্থা করে পি এইচ ই জল সরবরাহ শুরু হয়েছে।
মহাকুমায় ত্রান নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এটা ত্রাণ সরবরাহ নিয়ে বিক্ষোভ নয়। কয়েকটি বিক্ষিপ্ত এলাকায় এমন ঘটনা দেখা দিয়েছে। সেই সব জায়গায় বিডিও এবং এসডিও তালিকা তৈরি করে সঠিক প্রাপকদের হাতে ত্রাণ বা ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ করবেন ।