অবতক খবর,৬ সেপ্টেম্বর: আজ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি সাংবাদিক বৈঠক করে বলেন আমরা আরজিকর কাণ্ডে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বহরমপুরে মহা মিছিলের ডাক দিয়েছি। তিনি বলেন আমরা মনে করছি নাগরিকরা যে আন্দোলন করছেন, করুন। রাজনীতিক দল হিসাবে আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি না তাই এর আগে কলকাতায় হয়েছে এবার বহরমপুরে করব।

তারপরে সিউড়িতে করব তারপরে শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর পরপর সর্বত্র আমরা এই মহা মিছিল উদযাপন করব বললেন অধীর রঞ্জন চৌধুরী। এরপর অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে অপরাজিতা বিল আনার কি প্রয়োজন সে বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা আছে।

ভারতবর্ষের পসকো আইন, ক্রিমিনাল ল তে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তার এবং সাধারণ নাগরিকদের এই আন্দোলনকে ধামাচাপা দেয়ার জন্য প্রথমে তিনি ভয়-ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারপরে যখন দেখলেন ভয়-ভীতিতে এদের দমন করে রাখা যাবে না তখন তিনি এই অপরাজিতা বিল এনে মানুষকে বোকা বানাতে চাইছে। অধীর বলেন তিনি যখন দেখলেন কোন টোটকা তেই কাজ হচ্ছে না তখন তিনি অপরাজিতা ভিলেনে জনসমক্ষে এক নতুন টোটকা আনলেন।