পার্শ্বশিক্ষক আন্দোলন নিয়ে রাজ্যে যখন শোরগোল তখন অন্য বার্তারও মুখোমুখি হয়েছি। নতুন অভিজ্ঞতাও সংগ্রহ করেছি।
আমার এই পোড়াদেশ
তমাল সাহা
আমি এই বাংলায় ঘুরিয়াছি
বঙ্গোপসাগরীয় তীরে
বড় শিক্ষকরা পার্শ্বশিক্ষকদের
ছোট মনে করে।
তারা চায় পার্শ্ব শব্দটি যখন আছে
ওরা পাশেই পড়ে থাকবে,
এত উঁচু করবে কেন মাথা?
আমরা যা বেতন পাবো
সমহারে ওরাও পাবে সেই ভাতা!
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তো কি
সে কি সব জানে?
আমারাই শুধু জানি ঈর্ষার মানে।
এত হিংসা এত সঙ্কীর্ণ মানসিকতা
এত পরশ্রীকাতরতা এত দ্বেষ
এই নিয়ে বেঁচে আছে আমার স্বদেশ।
একে কি বলে শিক্ষা-শিক্ষক চেতনা!
বাতাস বলে যায়
এতো এক অসহ্য মানসিক
যন্ত্রণা!
এরা মূল্যবোধে এমন জীর্ণ!
এভাবে শিক্ষকরা গড়ে তুলতে
পারে কোনো জাতি প্রজন্ম?
দুচোখ বেয়ে জল গড়িয়ে আসে।
হায়! কি লেখা আছে কপালে
আমার এই পোড়াদেশে!