অবতক খবর,৩ ডিসেম্বরঃ আম্ফানের পর দীর্ঘ আড়াই বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তৈরি হলো না স্কুলের চাল, ভগ্ন অবস্থায় পড়ে স্কুলরুম । ক্লাসরুমের আশেপাশে গজিয়েছে আগাছা। ঘটনাটি উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুর শ্রী শ্রী জোগমায়া প্রাথমিক বিদ্যালয়ের । যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাথমিক স্কুল গুলিতে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে স্কুল ছুট ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার চেষ্টা করছেন সেখানে বিদ্যালয়গুলি এখনো রয়েছে, ভগ্ন অবস্থায়। তবে এই চলে একতলায় একটি রুম দোতলা আর একটি রুমেই চলছে চারটি শ্রেণীর ক্লাস। তার পাশাপাশি অপর অন্য একটি রুমে চলে আরেকটি রুমের ক্লাস।স্কুলটিতে নেই অফিসঘর।
অফিস ঘর বর্তমানে পরিনত ক্লাস রুমে। স্কুলটিতে রয়েছে তিনজন দিদিমনি, তাদেরকেই সামলাতে হয় এই সমস্ত ছাত্র-ছাত্রীদের। আবার ওই সমস্ত ক্লাসে বসেই মিড ডে মিলের খাবার খায় ছাত্রছাত্রীরা। যদিও দিন দিন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে বর্তমানে ঠেকেছে ৭০ থেকে ৭৬ জনের। প্রধান শিক্ষিকা সাংবাদিকদের মুখোমুখি না হলেও দিদিমণিদের কথায় তারা এ ব্যাপারে স্কুল ইন্সপেক্টর দপ্তরে জানিয়েছেন। এখনো পর্যন্ত কিছুই সূরাহা হয়নি। রঘুদেবপুর স্কুল ইন্সপেক্টর অফিসারের দেখা মিললেও সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি। তিনি মৌখিখ জানান যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। এ ব্যাপারে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের বক্তব্য স্কুলটি একসময় ভালোই চলছিল আমফাম ঝড়ের পর একটি ক্লাসরুম প্রায় নষ্ট হয়ে গেছে। আমরাও অনেকবার বলেছি পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে কিন্তু কোন কাজ হয়নি । এখন দেখার কবে আবার পুনরায় নতুন রূপে স্কুলটি ফিরে পায় ছাত্র-ছাত্রীরা। সেদিকে তাকিয়েই স্কুলের পাঠশালাতে ছাত্রছাত্রীদের এই থেকে গ্রামের মানুষ।