অবতক খবর, সংবাদদাতা :: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সকালবেলা ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন কার হাত পা ভেঙেছে সেটা সবাই দেখে নিয়েছে। যারা নিজের পায়ে হাঁটতে পারে না তারা আবার অন্যের হাত পা কি করে ভাঙবে? বাচ্চাদের মতো কথাবার্তা, সেটার কোন গুরুত্ব নেই। আর দুটো ফেজের পরে সবাই বাড়ি ঢুকে যাবে নির্বাচনী প্রচার ও কেউ করবে না তাদেরখেলা শেষ হয়ে গিয়েছে।

মানিকতলার ঘটনার পরিপ্রেক্ষিতে জানান অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে আমাদের কর্মীদের মারছে কেস দিচ্ছে প্রার্থীদেরকে মারছে তা সত্ত্বেও 80% বেশী ভোট হচ্ছে মানুষ ঠিক করে নিয়েছেন তৃণমূলকে বিদায় করবে বিজেপিকে ক্ষমতায় আনবে তাই তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দিচ্ছেন নির্বাচন কমিশন খুব একটিভ আছে তারা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে ।আর যে সমস্ত পুলিশ অফিসাররা এখনো চামচাগিরি করছে তাদেরকে সরানো হচ্ছে