অবতক খবর,১২ আগস্ট: আরজিকর-কাণ্ড নিয়ে দেশজোড়া প্রতিবাদের মধ্যেই
এ বার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা।
রাজ্যকে না দুষে প্রিয়ঙ্কা চাইলেন ‘ন্যায়বিচার’!
আরজি কর-কাণ্ড নিয়ে দেশজোড়া প্রতিবাদের মধ্যেই এ বার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা বঢরা।
চাইলেন রাজ্যকে না দুষে ‘ন্যায়বিচার’!সোমবারও প্রদেশ কংগ্রেসের ‘মেডিক্যাল সেল’ অভিযোগ তুলেছে, আরজি করের ঘটনার দোষীদের একাংশকে শাসকদল আড়াল করার চেষ্টা করছে। কিন্তু প্রিয়ঙ্কা সে পথে হাঁটলেন না।সোমবার এক্স হ্যান্ডলে তিনি ঘটনার কড়া নিন্দা করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হন তিনি ।তবে ইন্ডিয়ার অন্য বাকি দলকে নিশানার তীর ছোড়েনি তিনি । বরং আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পদক্ষেপের উপরেই।
এক্স পোস্টে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক জন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হৃদয়বিদারক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার এবং ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার জন্য আবেদন করছি।’’