অবতক খবর,২৫ মার্চ: আরপিএফ কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের নিরাপত্তা বাহিনীর কাজ করে। সেখানে আরপিএফ ট্রেনিং চলছে। প্রচুর যুবকদের ট্রেনিং চলছে। বিভিন্ন জায়গা থেকে এসে তারা জড়ো হচ্ছে।
এখন যেহেতু সংকট মুহূর্ত এবং প্রধানমন্ত্রী মোদীজী হাতজোড় করে নিবেদন জানিয়ে লকডাউন ঘোষণা করেছেন,তার প্রতি মানুষ সমর্থন জানিয়েছেন। ফলত, অফিসার্স কলোনী অঞ্চলে এই জড়ো হওয়া দেখে, এই ভিড় দেখে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা মনে করছেন এইভাবে এক জায়গায় জড়ো হয়ে একটা সংস্থা ট্রেনিং দিচ্ছে। ফলে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। কারণ অন্ততপক্ষে এক মিটার দূরত্ব না রেখে এইভাবে সম্মিলিত যে ট্রেনিং চলছে তা অবৈজ্ঞানিক এবং বাস্তববোধ বর্জিত বলে তারা মনে করছেন। ফলে তারা চাইছেন এই ট্রেনিং আপাতত স্থগিত থাক।
আরপিএফ কর্তৃপক্ষ এ বিষয়ে কি ভাবছে আমরা জানি না। তবে এই ট্রেনিং চলছে,আসলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ট্রেনিং অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই দাবি স্থানীয় জনসাধারণের।