অবতক খবর,২৯ অক্টোবর,মালদা- দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের জেরে জমিতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার ডাবর এলাকায়। মৃত কৃষকের নাম জিতেন মন্ডল বয়স(৫০) বছর।

পরিবারের রয়েছে স্ত্রী যশোদা মন্ডল ও এক মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিগত কয়েক বছর ধরে লকডাউনের মধ্যে কাজকর্ম হারিয়ে মহাজনের কাছ থেকে করা সুদে টাকা ধার নিয়ে চাষাবাদ করেছিলেন। চাষাবাদ ভালো না হওয়ায় মহাজনের টাকা শোধ করতে পারেননি। তার ফলে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই কৃষক। কিভাবে মহাজন টাকা শোধ করবে বা কিভাবে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাবে বুঝে উঠতে পারছিলেন না।

অবশেষে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেয় গতকাল রাতে। পরিবারের লোকেরাও বুঝতে পারলে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় কৃষকের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা গ্রামে।