অবতক খবর , আসানসোল : বুথ সমীক্ষা নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। এদিন আসানসোলের কন্যাপুরে জেলা শাসকের দফতরে এই সর্বদলীয় বৈঠক হয়।
জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ৩৩ টি বুথ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যে বুথে ১৪০০ ভোটারের বেশি রয়েছে। এদিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠক। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথ বাড়ানোর প্রস্তাবটি নির্বাচন কমিশন কে পাঠানো হয়েছে।
এদিনের বৈঠকে তৃণমূলের পূর্ণশশী রায়, সায়ন্তন মুখার্জি, প্রবোদ রায়, অভিজিৎ আর্চায্য, বিজেপির মদন চৌবে, সিপিএমের মনোজ দত্ত, কংগ্রেসের ভিনসেন্ট হুইলার, এস এম মুস্তাফা, আরএসপির আশীষ বাগ, ফরওয়ার্ড ব্লকের ভবানী আর্চায্য সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দল গুলির তরফে বুথ বিভাজনের সময় ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় তারজন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।