অবতক খবর , সংবাদদাতা , আসানসোল :- আসানসোল পৌরনিগমের শেষ বোর্ড মিটিংয়ে উন্নয়ন কাজ ঠিকমতো হয়নি এমনটাই অভিযোগ তুললেন বিরোধী কাউন্সিলারা। এদিন রবীন্দ্রভবনে আয়োজিত পৌরনিগমের বোর্ড মিটিংয়ে বর্তমান পুরো বোর্ডের বিরুদ্ধে সরবারি অভিযোগ করলেন বিরোধীরা। যদিও শাসক দলের কাউন্সিলারা জানান এই বোর্ডের আমলে উন্নয়নের কাজ ভালো হয়েছে।

এদিন আসানসোল পৌরনিগমের শেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হল রবীন্দ্রভবনে। এদিন পৌরনিগমের সমস্ত কাউন্সিলারদের হাতে স্মারক তুলে দেওয়া হয়েছে। এই বোর্ড মিটিংয়ে বিজেপি ও বাম কাউন্সিলারদের অভিযোগ পেনশন ও গৃহনির্মাণ প্রকল্পের কাজ ঠিকমতো হয়নি।এমনকি কয়েকটি বিষয়ে পুরোবোর্ডের ব্যর্থতা রয়েছে।

যদিও এই প্রসঙ্গে পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলেন , সমস্ত ওয়ার্ডে ঠিকমতো উন্নয়নমূলক কাজ হয়েছে।অন্যদিকে বিরোধীদের পেনশন প্রসঙ্গে শাসকদলের কাউন্সিলার অভিজিৎ আর্চায্য বলেন এটি কেন্দ্র সরকারের প্রকল্প।তাই বিজেপি কাউন্সিলারদের উদ্দেশ্যে তিনি বলেন সাংসদ বাবুল সুপ্রিয়কে পেনশন বিষয়টি বলুন।