অবতক খবর , উত্তর দিনাজপুর : শিয়ালতোর এ ঘটে যাওয়া দুর্ঘটনায় তড়িতাহত হয়ে মৃত ছয়জনের পরিবার এবং আহতদের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। তিনি জানান দুর্ঘটনার সময় কালে তিনি কলকাতায় ছিলেন তাই আসতে একটু দেরী হল।
গতকাল চাকুলিয়ায় পৌঁছে শিয়াল তোরের ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে তিনি মনে করেন। নিহতদের পরিবারকে তিনি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন। পাশাপাশি জানান ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ভুক্তভোগীদের ওই দুই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা দায়ের করার পরামর্শ দেন তিনি। বিষয়টি নিয়ে বিধানসভায় তিনি সরব করে হবেন বলে জানিয়েছেন।