অবতক খবর :: কলকাতা :: নিজেদের চরম দুরবস্থা। অনিশ্চিত আয়ের পথ। কিন্তু তার মধ্যেও এই সঙ্কটজনক সময়ে রাজ্যের পাশে দাঁড়ালেন তাঁরা। নিজেদের সঞ্চিত অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর করোনা তহবিল বা পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাপৎকালীন ত্রাণ তহবিলে। ওই তহবিলে দেড় লক্ষ টাকা দান করলেন তাঁরা। বুধবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাতে তুলে দিলেন দেড় লক্ষ টাকার একটি চেক।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সামাজিক সুরক্ষা যোজনায় রাজ্যের এক কোটি ২৫ লক্ষ অসংগঠিত শ্রমজীবী মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন প্রায় পাঁচহাজার স্বনিযুক্ত শ্রম সংগঠক বা এসএলও। নামমাত্র কমিশনে শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ, অনলাইন আপলোড, পাশবই প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, মৃত্যুকালীন অনুদান, পেনশন, মেয়াদ শেষে অর্থ প্রদান সহ যাবতীয় কাজ করতেন তাঁরা। মাসিক কোনও বেতন নেই। কমিশনে কাজ করতেন। সরকারি সাম্প্রতিক নির্দেশে তাও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন স্বনিযুক্ত শ্রম সংগঠকরা। এই পরিস্থিতির মধ্যেও করোনা মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়ালেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সংগঠন সারা বাংলা এসএলও সংগঠনের মাধ্যমে সাহায্য পাঠালেন স্বনিযুক্ত শ্রম সংগঠকরা। এদিন তাঁদের এই দান গ্রহণ করে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সারা বাংলা এসএলও সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রশংসনীয়। এই আর্থিক সহযোগিতা সরকারের কাছে একটা গুড মেসেজ। আমরা এটা উদাহরণ হিসাবে রাখব। এসএলও সংগঠনকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, লকডাউন পরিস্থিতি মিটলে এসএলও কর্মীদের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।