অবতক খবর ,নদীয়া::করোনা ভাইরাসে অহেতুক আতঙ্কিত না হয়ে এবং সেই সঙ্গে সচেতন থাকার পরামর্শ নিয়ে বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে ইটভাটার প্রায় ৫০জন শ্রমিককে সাবান এবং হ্যান্ডওয়াশ প্রদান করা হল। যদিও চিকিৎসকরা বলছেন,অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু একটু সচেতন থাকতে হবে মানুষকে।
শান্তিপুর নবজাগরণের সদস্য রনাপ্রসাদ ভট্টাচার্য বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করে তোলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে মানুষ অহেতুক আতঙ্কিত হয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের আরো বেশি করে সচেতনতা অবলম্বন করতে হবে।অবতকের তরফ থেকে জানানো হচ্ছে ,কোনো গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না। সরকারি নির্দেশিকা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ও সতর্কতার সাথে নিজেদেরকে সুস্থ ও স্বাভাবিক রাখুন।