অবতক খবর,২০ জুনঃ সোমবার ইডির তরফ থেকে আইন মন্ত্রীকে তলব করা হলেও তিনি হাজির হননি। উপরন্তু তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, আজকে তিনি ইডির কোনো সমন পাননি।
বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন আইন মন্ত্রী মলয় ঘটক। সোমবার দুপুরে স্বশরীরে তিনি হাজির হন বহরমপুরের একটি বেসরকারি হোটেলে। সেখানে তাকে সাদরে অভ্যর্থনা জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের নিয়ে মিটিংয়ের জন্যই তিনি বহরমপুরে(Baharampur) আসেন বলে জানা গিয়েছে
গোঁজ প্রার্থী নিয়ে দলের অন্দরে আশঙ্কার আবহে প্রকাশ্যে ‘নির্দল প্রার্থী’দের সমর্থন করতে দেখা গিয়েছে জেলার চার বিধায়ককে। ‘অনুগামী’রা পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত প্রার্থিতালিকায় ঠাঁই না পাওয়ায় সাংবাদিক সম্মেলন ডেকে দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করতে দেখা গিয়েছে তাঁদের। ভরতপুরের ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ”জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের গোপন আঁতাঁদের কারণে আমার অনুগামীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা টিকিট পাননি। তাই নির্দল হিসাবে লড়িয়েই প্রমাণ করে দেব, কার শক্তি কতটা।”
এরপর মন্ত্রীর উপস্থিতিতে মিটিং কি সমাধান মিলবে থেকেই গেল সে প্রশ্ন।