অবতক খবর,৯ আগস্ট: স্কুল কর্তৃপক্ষ ইলেভেনে ভর্তি না নেওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রীরা।
ইসলামপুর থানার রামগঞ্জের শ্যামাপ্রসাদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের ঘটনা।
জানা যায়, এই স্কুল থেকেই মাধ্যমিকে পাস করেছেন ছাত্রীরা। তবে তারা এখন এই স্কুলে ইলেভেনে ভর্তি হতে চান।
কিন্তু তারা স্কুলে ভর্তি হতে এলে তাদেরকে বলা হয় তাদের ৪০০ জনের বেশি নেওয়া হবে না।
এই স্কুলে মোট ৮৯১ জন ছাত্রী পাস করেছে। তাদের দাবি, এই স্কুলে ভর্তি নিতে হবে।
তাদের আরও দাবি, তাদেরকে এই স্কুলে ভর্তি নিতে হবে তারা যেহেতু এবছর সবাই পাস করেছেন মধ্যশিক্ষা পর্ষদ তাদের সবাইকেই পাস করেছেন, অতএব তারা স্কুলে ভর্তি হতে চান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা মার্ডি বলেন,তারা মাধ্যমিক পাস করেছে এই স্কুল থেকে। মধ্যশিক্ষা পর্ষদের যেহেতু কোভিড কারণে সবাইকে পাস করিয়েছে,আমাদের স্কুলের সিটের সংখ্যাও কম, উচ্চতম কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হয়েছে।
পঙ্কজ ভগৎ ওই স্কুলের ক্লার্ক জানান, স্কুলে মোট ছাত্রীর সংখ্যা ৮৯১ জন। স্কুলে আমরা ভর্তি নিতে পারব ৪০০ মত, মধ্যশিক্ষা পর্ষদের বিদ্যাসাগর ভবনে জানিয়েছি বিষয়টি। এখনো কোনো সদুত্তর আসেনি।
তবে তিনি জানান যে, এলে পরে সবাইকে ভর্তি নেওয়া হবে এবং পরে জাতীয় সড়ক অবরোধমুক্ত করে ছাত্রছাত্রীরা। স্কুলের আশ্বাসে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ আসে এবং ছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করে।