অবতক খবর,২৪ ফেব্রুয়ারী:  ইসলামপুর কলেজে পড়ুয়াদের কাছ থেকে সেমিস্টারের ফি’র নামে লক্ষ্য লক্ষ্য টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলেজের সামনে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। অভিযোগের তীর কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজ। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধীনে রয়েছে এই ইসলামপুর কলেজ। এই কলেজের উপর নির্ভরশীল রয়েছে ইসলামপুর মহকুমার চারটি বিধানসভার পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পাসের পর ইসলামপুর কলেজের উপর নির্ভরশীল এলাকার বহু দুঃস্থ গরিব পড়ুয়ারা। অভিযোগ কলেজে সেমিস্টারের ফিয়ের নামে পড়ুয়াদের কাজ থেকে বেশি ফি নিচ্ছে ইসলামপুর কলেজ কতৃপক্ষ বলে অভিযোগ।

২০২৩ সাল থেকে এইট সেমিস্টার করা হয়েছে। পড়ুয়াদের অভিযোগ যেখানে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধীনে থাকা শিলিগুড়ি সূর্যসেন কলেজের সেমিস্টার ফি রয়েছে মাত্র ২৫০ টাকা। সেক্ষেত্রে ইসলামপুর কলেজের পড়ুয়াদের কাছ থেকে যেমন খুশি তেমন ভাবে সেমিস্টার ফি নিচ্ছে কলেজ কতৃপক্ষ বলে অভিযোগ। সেমিস্টার ফি কমানোর দাবিতে কলেজ কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে।

ফলে বাধ্য হয়ে সোমবার ইসলামপুর কলেজের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে। এবং আগামীদিনে সেমিস্টার ফি কম নেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

অন্যদিকে এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে থাকায় কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শুভ্রাংশু সরকার বলেন পড়ুয়াদের অভিযোগের বিষয়টি তার জানা নেই। তিনি আজকের দিনের জন্য দায়িত্বে রয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। যার বলার তিনি বলবেন বলে জানিয়েছেন তিনি।