অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সম্মেলন। উপস্থিত রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূলের একাধিক মহিলা নেতৃত্বরা।
রাজ্য বাজেটের অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে, ইসলামপুরের এসে বললেন রাজ্যের অর্থ মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যের পুরুষের সাথে মহিলাদেরকেও সমান ভাবে দেখা হচ্ছে। তাই এবার রাজ্য বাজেটে প্রায় অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি
কুম্ভ মেলা নিয়ে কেন্দ্রীয় সরকার কে তোপ দাগলেন রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন আমাদের রাজ্যে গঙ্গা সাগর মেলা হয়। প্রচুর মানুষের সমাগম হয়। আমাদের প্রশাসন তৎপর থাকে। কিন্তু এবার কুম্ভ মেলায় গিয়ে হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ওই রাজ্যের প্রশাসন বলছে মাত্র ৩০ জনের মৃত্যু হয়েছে। এতো মানুষের জুতো নদীতে ভাসছে। এতো মানুষ এখনও নিখোঁজ রয়েছে সেটা নিয়ে হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের বলে জানান তিনি