অবতক খবর , উত্তর দিনাজপুর : ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে ফের আগুন। কয়েকদিনের মাথাতে ঠিক একই জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। ইসলামপুরের মিলন পল্লী সংলগ্ন এলাকায় বিদ্যুতের সাব স্টেশনে আচমকা আগুন লেগে যায় শুক্রবার। এরপর বিদ্যুৎ দপ্তর তাদের ফায়ার এক্সটিংগুইশার এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে খবর পেয়ে দমকল এসে আগুন আয়ত্তে আনে।
সংশ্লিষ্ট বিষয়ে ঘটনাস্থলে জমায়েত ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেই একই জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এরপর কর্তৃপক্ষের গাফিলতিতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কেন বারবার আগুন লাগছে এবং এর পিছনে গাফিলতি কার রয়েছে । এই বিষয়টি অবিলম্বে পরিস্কার করতে হবে বলে জানান তারা। এরপর বিষয়টি নিয়ে রীতিমতন বাদানুবাদ শুরু হয় বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দাদের মধ্যে।
যদিও বিদ্যুৎ দপ্তরে কর্তব্যরত আধিকারিক রাজা সাহা জানান, ট্রান্সফরমারের তেল থেকে আগুন লেগে গেছে। সেখানে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি যে ঠিক নয় তাও কার্যত স্বীকার করেই নিয়েছেন তিনি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অন্যদিকে দমকল কেন্দ্রের কর্তব্যরত আধিকারিক রফিকুল ইসলাম জানান , এ ধরনের ঘটনা যাতে বারবার না হয় সেদিকে নজর রাখতে হবে। এতে একটা আতঙ্কের সৃষ্টি হয়। এদিন আগুন লেগে গেলে প্রথমে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করেছিলেন তারা। পরবর্তীতে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সে বিষয়ে ওই দপ্তরকে সতর্ক করা হয়েছে।