অবতক খবর,১১ জানুয়ারিঃ ইসলামপুর মহাবিদ্যালয়ে জমি চিহ্নিতিকরণ এর কাজ চলছে। ইসলামপুর কলেজে মোট জমির পরিমাণ ১৬ একর পঞ্চাশ শতক জমি রয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম বলেন মহকুমা প্রশাসনের কাছে ও পৌরসভার কাছে লিখিত আবেদন করেছিলেন ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ। জমি চিহ্নতি করনের জন্য আবেদন করেছিলেন কতখানি রয়েছে কলেজের জমি তা পরিমাপ করে বের করা হচ্ছে।সেই মতবিক আমরা ইসলামপুর মহাবিদ্যালয়ের জমির পরিমাপ করছি। জমি দখল করে রয়েছে মানুষ তাদেরকে বলা হলো এই জমি ছেড়ে দেওয়ার জন্য।
ইসলামপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল রঞ্জন বিশ্বাস বলেন মোট ১৬ একর ৫০ শতক জমি রয়েছে তিনি বলেন কলেজে বাউন্ডারির জন্য জমির পরিমাপের কাজ চলছে।তবে যেসব দখল রয়েছে সেই সম্পর্কে তিনি বলেন কলেজ সবার কথা চিন্তা করবে তাই যারা রয়েছেন কলেজের পাশে বাসিন্দারা তারাও কলেজের কথা চিন্তা করবেন।তিনি আরো বলেন জমির পরিমাপ করার কাজ চলছে।