অবতক খবর,৩ অক্টোবর: ইসলামপুরকে জেলা করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে আসছে। ট্রানস্ফার এরিয়া অফ সূর্যাপুর অরগানাইজেশন দাবি ট্রানস্ফার এরিয়ার ভাষা সাংস্কৃতিক রক্ষায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ । তাই তারা ইসলামপুরকে জেলা করা হোক এই দাবি নিয়ে সরব হয়েছে। ট্রানস্ফার এরিয়া অফ সূর্যাপুর অরগানাইজেশন (TASO) এই নিয়ে গত মাসে ডিএমকে উত্তর দিনাজপুর কে ডেপুটেশন দেবার পর আবার এই মাসের শুরুতে ইসলামপুর এসডিও কে ইসলামপুর কে জলা করার দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে। ইসলামপুর কে জেলা করার দাবির আদায় করতে TASO সঙ্গে হাত মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আদিবাসী জমি রক্ষা কমিটি। অন্যদিকে আলাদা আলাদাভাবে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল ইসলামপুর কে জেলা করার জন্য নিজের নিজের মতন আন্দোলন ও পদক্ষেপ গ্রহণ করছে । ইসলামপুর পূর্ণ জেলা হোক এই দাবি শাসক দল ও বিরোধী দল সবাই করছে । ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন ইসলামপুর পুলিশ জেলা হয়েছে কিন্তু আমাদের পূর্ণ জেলা লাগবে কেননা রায়গঞ্জ বিভিন্ন কাজে গেলে সারাদিন লেগে যায় সময় মতন বিভিন্ন জেলা দপ্তরে পচা সমস্যা হয় ফেরার সময় গাড়ি পেতেও সমস্যা হয় ডালখোলা জাম হয় যেদিন দেবে সেদিন ফিরে আসবে কিনা মানুষ চিন্তায় থাকে তাই এই সমস্যা সমাধানের স্বার্থে ইসলামপুর কে জেলা করার দাবি তারা করছেন। ইসলাম পুর জেলা হলে সার্বিক উন্নয়ন হবে পাশাপাশি বেরোজগারি কিছুটা হয়তো কমবে। গরিব ও নিম্নবর্গের মানুষ কে রায়গঞ্জ গেলে স্টৈ করলে আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে হয় তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন ইসলামপুর কে জেলা করলে ইসলামপুরের সার্বিক উন্নয়ন হবে তা ইসলামপুর উপজেলা কলা হোক। অন্যদিকে ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর মুখপাত্র দামোদর আগারওয়াল বলেন ইসলামপুরের উন্নয়নের স্বার্থে ইসলামপুর কে জেরা করা হোক এ দাবি তারা দীর্ঘদিন ধরে করে। রায়গঞ্জ যেতে হলে মনে হয় কালাপানির সাজা হয়ে গেল তাই ইসলামপুর কে বাংলায় মেলানোর সময প্রস্তুতি দেওয়া হয়েছিল সে প্রস্তুতি এখন বাস্তবিক করা হোক । বিজেপির জেলা সভাপতি সুরঞ্জিত সেন বলেন তারা ইসলামপুর কে জেলা দাবি সমর্থন করছেন জেলা নিয়ে যেসব আন্দোলন হবে তাদের পাশে ও সমর্থন তাদের থাকবে। তারাও ইসলামপুর কে জেলা নিয়ে দাবি করে আসতেছেন ইসলাম পুর্ণ জেলা হলে ইসলামপুরের উন্নয়ন হবে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জ্যোতি বসু পর্যন্ত ইসলামপুর জেলা করা হবে বলে প্রস্তুতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ইসলামপুর জেলা হয়নি তাই ইসলামপুর কে পূর্ণ জেলা করার দাবি তারা করছেন। সূরজিত আরও বলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা দলীয় বৈঠকে ও সময়ে পৌঁছাতে পারেন না । যেসব মানুষ সরকারি কাজে রায়গঞ্জ তাদের অনেক ভোগান্তি হয়। এদিকে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন সভাপতি কানাইয়া বোথরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ জন্য অনেক করেছেন ইসলামপুর উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী কে আবেদন জানাচ্ছি ইসলামপুর কে পূর্ণ জেলা করা হোক । তিনি বলেন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ইসলামপুর কে জেলা করা হলে ভালো হবে। বলেন উত্তর দিনাজপুর জেলার অনেক বড় জেলা রয়েছে। ইসলামপুর থেকে রায়গঞ্জ গিয়ে কাজ করে একদিনেই ফিরে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশিরভাগ সময়ই ইসলামপুর থেকে সঠিক সময়ে দপ্তর পর্যন্ত পৌঁছানো যায় না তাই বেশিরভাগ সময়ে রায়গঞ্জ থাকতে হয় এক্ষেত্রে গরীব জনসাধারণ ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয় তাই মুখ্যমন্ত্রী কে আবেদন জানাচ্ছে ইসলামপুর করা হোক। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ইসলামপুর টাউন সভাপতি ও ইসলামপুর পৌরসভার প্রশাসক মানিক দত্ত বলেন কি ইসলামপুর জেলা ইসলামপুরের ডেভলপমেন্ট হবে বিভিন্ন জেলা দপ্তর হবে ও বিভিন্ন খাতে উন্নয়নের পাওয়া যাবে তাতে এলাকার অনেক উন্নয়ন ঘটবে। ইসলাম পুর জেলা হোক তিনিও চান। ইসলামপুর কে জেলা করার দাবি কে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন।