অবতক খবর,১৩ জানুয়ারি : ১৫ দফা দাবিতে সারা রাজ্যজুড়ে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্ম বিরতির ডাক। আজ ইসলামপুর আদালত চত্বর থেকে এই মিছিলের সূচনা হয়, পরবর্তীতে ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিল পুনরায় শেষ হয় আদালত চত্বরে। বিভিন্ন দপ্তরের মুহুরিরা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, যেমন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, মোটর ভিকেলস দপ্তর। এছাড়াও অন্যান্য দপ্তরের মহুরিরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন।

তাদের ১৫ দফা দাবি পূরণের জন্যই আজকের এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। ১৫ দফা দাবি গুলির মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা দিতে হবে, স্থায়ি বসার জায়গা করতে হবে, সহ একাধিক দাবিতে তাদের আজ এই কর্মবিরতি ও মিছিল। এ বিষয় ল ক্লাক এসোসিয়েশন সেক্রেটারি সুরেশ চন্দ্র পাল বলেন ‘সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাদের কাছে ক্ষমাপ্রার্থী, তবে আমাদের দাবি সরকারের কাছে যাতে পৌঁছায় তার জন্যই এই উদ্যোগ।’