অবতক খবর,৩ নভেম্বর: আগামীকাল আলোর উৎসব তথা কালীপুজো। এরই মধ্যে ব্যস্ত সমস্ত পুজো উদ্যোক্তারা। ইসলামপুর আমবাগান কলোনির ক্ষুদিরাম বয়েজ ক্লাব প্রতিবছর 21 হাত কালি মায়ের মূর্তি বানিয়ে মন কাড়ে সমগ্র ইসলামপুর বাসীর। কিন্তু এবারের ছবিটা একটু অন্যরকম। এবারে তাদের 46 তম বর্ষে বিশেষ আকর্ষণ ২১ হাতের শিব। কিন্তু সেই শিবের কোলেই দেখা যাবে মাকে। ইতিমধ্যেই ঘর মাটি দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। তাই অন্যান্য বারের তুলনায় এবারও চমক দিতে চলেছে ইসলামপুর বাসীকে।