অবতক খবর,১ জুলাই: আজ কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রূপকার ও ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তণ মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় এর ১৩৮-তম জন্মবার্ষিকী ও ৫৮-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদের তত্ত্বাবধানে নৈহাটি বিধানসভা ছাত্র পরিষদের ইনচার্জ সুব্রত চক্রবর্ত্তীর উদ্যোগে ও জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ দাসের সহযোগিতায় নৈহাটি ১ নং প্লাটফর্মের বাইরে ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্প ও মাল্য প্রদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এছাড়াও এই বিশেষ দিনটিতে সাধ্যমত কিছু দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন,ব্লক ও বিধানসভা এবং জেলা স্তরের সকল নেতৃবৃন্দ‌।

এছাড়াও আজ ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিক্ষীত নাগ(সভাপতি- উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদ),সৌরভ দাস(সাধারণ সম্পাদক- উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদ),অঙ্কুর আচার্য্য (সাধারণ সম্পাদক- উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদ),রবিপ্রসাদ কুর্মী (সাধারণ সম্পাদক- উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র পরিষদ),শ্রী সুব্রত চক্রবর্তী (উত্তর ২৪ পরগণা জেলা ছাত্রপরিষদ সোশ্যাল মিডিয়া ইনচার্জ ও নৈহাটি বিধানসভা ছাত্রপরিষদ ইনচার্জ), রূপম দে (সভাপতি -নৈহাটি বিধানসভা ছাত্র পরিষদ),জনাব মহম্মদ সালাউদ্দিন (ভারপ্রাপ্ত কর্মী – আমডাঙা বিধানসভা ছাত্র পরিষদ)
ও অন্যান্য কর্মীরা।

আজ জেলা ও ব্লক স্তরের মাদার কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপ্লব বিশ্বাস (সাধারণ সম্পাদক- উত্তর ২৪ পরগণা জেলা), পার্থ চন্দ (সভাপতি- নৈহাটি ঋষি বঙ্কিম ব্লক কংগ্রেস কমিটি —১),পঙ্কজ চক্রবর্তী মহাশয় (সাধারণ সম্পাদক- নৈহাটি ঋষি বঙ্কিম ব্লক কংগ্রেস কমিটি —১), ধর্মেন্দ্র সাউ (সভাপতি- ভাটপাড়া শহর কংগ্রেস কমিটি-১),বাচ্চু সেন (সভাপতি ভাটপাড়া শহর কংগ্রেস কমিটি(২),তাপস সিনহা (সভাপতি- কাঁচরাপাড়া শহর কংগ্রেস কমিটি),দুলাল ঘোষ মহাশয় (জেলা কমিটির সদস্য),পরেশনাথ সরকার মহাশয় (জেলা কমিটির সদস্য), সুদেষ্ণা বিশ্বাস দাস(মহিলা কংগ্রেস নেত্রী- নৈহাটি),অচিন্ত কুমার সাহা (সভাপতি- নৈহাটি ২৪ নং ওয়ার্ড কংগ্রেস কমিটি)
ও প্রমুখ নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে সুব্রত বাবু বলেন যে, তারা ডাঃ বিধানচন্দ্র রায়ের আদর্শ মেনে ও ছাত্র পরিষদকে ভালোবেসে সমস্ত ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে সব সময় পাশে থেকে তাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাবে। শুধু ছাত্র-ছাত্রীদেরই নয় তারা দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার রক্ষায় আন্দোলন করতে পিছিয়ে যাবে না। সুব্রত বাবু আরও বলেন, তাদের মূল মন্ত্র একটাই “শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন,দেশপ্রেম”।