অবতক খবর,৭ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কলানাগিন এলাকার সাধারণ মানুষের দাবি ওই অঞ্চল দিয়ে যাওয়া শেরওয়ানি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের। যে সেতুটি রয়েছে সেটি প্রায় ভগ্নপ্রায়, বসে গিয়েছে মাঝখানে। তার ওপর দিয়েই গাড়ি এবং মালবাহী গাড়ি চলাচল করছে।
এমতাবস্থায় সাধারণ লোকের এখন একটাই দাবি, এই অঞ্চলে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করতে হবে। বিভিন্ন জায়গায় জানিয়েও তাদের কোনো সুরাহা হয় নি বলে তাদের দাবি।
তারা বলেন, শেরওয়ানি নদীর একপাশে কালা নাগিন স্টেট ব্যাংক ও অপর পাশে কারা নাগিন গ্রাম পঞ্চায়েত দুই জায়গায় সাধারণ মানুষকে কাজ করতে যেতে হয়। সাধারণ মানুষ বর্ষাকালে খুবই কষ্টের সম্মুখীন হতে হয় কারোন নদী পারাপার করতে। এই দুই দিকে কাজ করতে যেতে হয় তাদের।
স্থানীয় মেম্বার হাবিবুর রহমান জানান,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই ব্রীজের জন্য সয়েল টেস্ট করা হয়ে গেছে। ব্রিজেএর জন্য যা কাজকর্ম করার তাও হয়ে গিয়েছে। কিন্তু যতদূর জানা যাচ্ছে ফান্ডের অভাবে এই কাজ করা যাচ্ছে না। তবে চলার মতন একটি ব্রিজ তৈরি করা হয়েছিল গত পঞ্চায়েতে সময়।
তিনি বলেন, তবে এখন এই ব্রিজ নির্মাণ খুবই জরুরী। দুপাশে প্রায় অনেক সাধারণ মানুষের বসবাস এবং প্রায় অনেকগুলি গ্রাম এই নদীর দুই পাশে আছে এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে।