অবতক খবর,২৯ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডে শান্তিনগর লোকনাথ কলোনি এলাকার একটি স্থানীয় পুকুরে বাসিন্দারা দেখেন পুকুরে মাছ সহ অন্যান্য জীব মরে ভেসে উঠছে। কি কারনে এই মাছ সহ অন্যান্য জীবের মরে ভেসে উঠছে তা তারা বুঝতে পারছেন না। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তবে স্থানীয় বাসিন্দাদের মতে এলাকার এই পুকুরে কেউ বিষ মিশিয়ে দেওয়ার ঘটনাতেই এই মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন।
কেনো বা কি কারনে এই পুকুরে বিষ মিশানো হয়েছে তা তারা বুঝতে পারছেন না। এই ঘটনায় যথেষ্টই উদ্বেগের সৃষ্টি হয়েছে।মাছ মরে যাওয়া তে এলাকার লোকের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ছট পূজা কমিটি মিলে এই পুকুরে মাছ চাষ হয়। তবে এই বিষক্রিয়ার ফলে মাছের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। প্রায় 50 হাজার টাকার মতো মাছ এই পুকুরে মারা গেছে বলে তাদের ধারণা।এই পুকুরে ছট পূজা অনুষ্ঠিত হবে তবে ছট পূজা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটাই এখন প্রশ্ন স্থানীয় বাসিন্দারা।