অবতক খবর,৫ জানুয়ারি :  দিল্লির সুলতানপুরি এলাকায় স্কুটিতে গাড়ির ধাক্কায় পড়ে যাওয়ার পর, তরুণীকে ১২ কিলোমিটার পথ টেনে নিয়ে গিয়েছিল গাড়ি। সেই ঘটনার ভয়াবহতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। তার মধ্যেই প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল উত্তর প্রদেশের বান্দা জেলায়। এই ক্ষেত্রেও স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তাঁকে ধাক্কা মারে একটি ট্রাক। তারপর ওই মহিলার শরীর আটকে যায় ট্রাকের নিচে। ওই অবস্থায় প্রায় ৩ কিলোমিটার এগিয়ে যায় ট্রাকটি। শেষে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার।

বান্দা পুলিশ জানিয়েছে, “নিহত মহিলার নাম পুষ্পা দেবী। তিনি এক বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক তাঁর স্কুটিতে ধাক্কা মারে। স্কুটিটি ট্রাকের নীচে আটকে যায়। এরপর ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। পুলিশ এবং দমকলকে ঘটনাস্থলে ডাকা হয়। চালককে এখনও গ্রেফতার করা যায়নি।” ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহিলার দেহ। এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।