অবতক খবর,১৭ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অধীনস্থ আবাসিকদের উত্তরবঙ্গ প্রতিভা অন্বেষণ উৎসব অনুষ্ঠিত হল মঙ্গলবার। নাটক, বসে আঁকো ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় হোমের আবাসিকরা। অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে।

হোম আবাসিকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিন হোমের আবাসিকদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। ধামসা মাদল বাজিয়ে এবং লোকশিল্পীরা অংশ নেয় প্রভাব ফেরিতে। পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আবাসিকদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ সহ দপ্তরের আধিকারিক ও আবাসিকরা।

উত্তরবঙ্গের মোট কয়টি জেলার একটি হোমের আবাসিকরা অংশটাই বিভিন্ন প্রতিযোগিতায়।

এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আবাসিকদের উৎসাহ বাড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

আবাসিকরা জানিয়েছে হোমে তারা পরিবারের সদস্যদের মত বসবাস করে। এই ধরনের প্রতিযোগিতায় তারা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়ে আনন্দিত।