অবতক খবর, সংবাদদাতা :: নতুন রূপে নতুন সাজে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো পলতা বইমেলা। শুক্রবার ৫ নম্বর গভমেন্ট স্কিম খেলার মাঠে সন্ধ্যেবেলা মেলা উদ্বোধন করেন আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা। উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত বাচিক শিল্পী কাজল সুর,সাংবাদিক ও নাট্যকার সম্রাট মুখোপাধ্যায়,কমিটির সম্পাদক কৃষ্ণ বর্মন ও সভাপতির শ্যামলকান্তি বিশ্বাস।
মেলা চলবে প্রায় 10 দিন অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলার মঞ্চে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি। ছোটদের জন্য আঁকা প্রতিযোগিতা নৃত্য, সঙ্গীত ও অন্যান্য ক্যুইজ প্রতিযোগিতা।
মেলা কমিটির সম্পাদক কৃষ্ণ বর্মন জানান পঞ্চাশটি বইয়ের স্টল করা হয়েছে। এই স্টলগুলোতে বিভিন্ন ধরনের সমস্ত বয়সের মানুষের জন্য বই রয়েছে। নতুন নতুন বই দেখার সুযোগ এখানে পাবেন দর্শক বন্ধুরা।
মেলা কমিটির সভাপতি শ্যামল বাবু জানান মেলায় প্রবেশমূল্য কোন কিছু রাখা হয়নি। প্রত্যেকের বয়সের মানুষকে তিনি এই মেলার আসার আহ্বান জানান। তিনি বলেন এই মেলা সমগ্র পলতার মানুষের নিজস্ব মেলা। তারা এখানে এসে ব্যাপক আনন্দ উপভোগ করতে পারবেন।