অবতক খবর,৭ এপ্রিল : এবার সরাসরি রাজভবনের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে রিপোর্ট দিতে হবে রাজভবনে। রাজভবনের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সরাসরি চেয়ে পাঠানো হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট।
যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে উপাচার্যরা রাজ্যভবনের অনুমতি নেবেন। উপাচার্যরা বিকাশ ভবনকে না জানিয়েও সরাসরি রাজভবনে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে, তা জানাতে হবে খোদ ভিসিকেই।
উল্লেখ্য, কিছুদিন আগে রাজভবনে গিয়ে রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। তারপর উপাচার্যদের মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যপালকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ব্রাত্য বসু। বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্য রাজভবন সংঘাতের বাতাবরণ এখন অতীত। কিন্তু এবার নতুন করে রাজভবন থেকে এই বার্তা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।