অবতক খবর,২৭ আগস্ট: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার বদুয়া গ্রামের বছর ৩২-এর মাধব বাগদি ঋণ পরিশোধের চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসার চালানোর জন্য মাধব বাগদীর স্ত্রী স্বনির্ভর গোষ্ঠী থেকে সংসার চালানোর জন্য ঋণ নেয়। ঋণ পরিশোধ না করতে পেরে শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাধবদী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধব বাগদি দিনমজুরের কাজ করতেন। তবে করোনা আবহে এখন সে কাজ বন্ধ। কোনরকমে স্ত্রী,পুত্র এবং মা নিয়ে মোট পাঁচ জনের সংসার চালাচ্ছিল ধারদেনা করে।
তবে ঋণশোধ না করতে পারার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মাধব বাগদি।
বড়ঞা থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে প্রথমে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা মাধব বাগদিকে মৃত বলে ঘোষণা করে। বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে,বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।