অবতক খবর , শিলিগুড়ি : আজ বিশ্বকর্মা পূজো। এবারের ব্যাপারটা একেবারেই আলাদা মানুষের কাছে। করোনা আবহে প্রায় বন্ধ হয়ে আছে সবকিছুই, এরই মধ্যে বৃষ্টি এসে মাটি করে দিয়েছে অনেককিছুই। শিলিগুড়ির যে যে জায়গায় বড় বড় পূজো হত এবারে তার আকার এবং আয়তন অনেকটাই ছোট হয়ে গেছে। সংক্রমনের কারনে বন্ধ হয়ে গেছে লাইন দিয়ে খিচুড়ি খাওয়াও। শিলিগুড়ির যে যে জায়গায় বড় বড় পূজো হত তারাই এবার কমিয়ে দিয়েছে অনেক কিছুই।
আজ মহালয়া বহু মানুষ এই দিনটিতে সকালে বাইরে বের হতেন এবং যারা যারা তর্পন করতেন তারা এবারে অনেকে ঘরেই তর্পন করছেন। আজ মহানন্দার ঘাটিতে ভীড় ছিলো একেবারেই নগন্য। সংক্রমন ছড়ানোর ভয়ে অনেক মানুষই এবারে বাইরে যেতে সাহস করেন নি। তার মধ্যে গতকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টি শুরু হওয়াতে আজ সকালে আর বাইরে বের হন নি কেউ। সবমিলিয়ে এই বছরকে বাদ দিয়েই চলতে চাইছেন সব মানুষ।