বিশ্বমারী, মহামারী, অতিমারী করোনা। করোনার আগে কত বিশেষণ!! অথচ প্রতিষেধক নেই। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধও চলছে।জনসংখ্যা কমছে। রাষ্ট্র সংঘ নীরব, নিরুত্তাপ। গতকাল পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস।
এ বিশ্ব আমার
তমাল সাহা
বিশ্ব জনসংখ্যা দিবস–
এর অর্থ তো মানবসম্পদ,
জীবনের জয়গান।
তবে যুদ্ধের এত মহড়া কেন?
মানুষ খতমের অভিযান!
যুদ্ধে নিহতের সংখ্যা বাড়ে না কমে?
আর্তরব কেন আকাশ মাতায়
অশ্রুজল কেন সমুদ্রের গভীরতা বাড়ায়?
রাষ্ট্র সংঘ কি জানে না?
নিশ্চিত জানে।
এসব লোকদেখানো
দিবসের কি মানে?
মানুষকেই বুঝে নিতে হবে
সে নিজেই সম্পদ, নিজের ক্ষমতা।
জনসংখ্যার লংমার্চ হবে
পৌঁছে দিতে হবে এই বারতা।
বিশ্বের কোটি কোটি কন্ঠে উঠবে
সোচ্চারে গান—
শৃঙ্খল মোচন করো
ভাঙো শোষণের কারাগার।
এ বিশ্বে আমি তোমার প্রিয়তম
তুমি প্রিয়তমা আমার।