অবতক খবর,২৬ মে: একে তো করোনা ভাইরাসের আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। চলছে লকডাউন। তার উপর গত ২০শে মে পশ্চিমবঙ্গের উপর আছে পড়েছে প্রাকৃতিক বিপর্যয় আমফান। আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই যখন এই সবকিছু নিয়ে ব্যস্ত,ঠিক সেই সময় সুযোগ বুঝে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা চালাচ্ছিল কিছু অসাধু ব্যক্তি। হালিশহর ৪ নং ওয়ার্ড সংলগ্ন নতুন বাজারের কাছে চলছিল একটি পুকুর ভরাট। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন নোংরা আবর্জনা দিয়ে ভরাট করা হচ্ছিল পুকুরটি। এলাকাবাসীদের অভিযোগ ৪ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার কর্মী সুবল রায় নামে এক ব্যক্তি নোংরা আবর্জনা সংগ্ৰহ করে নিয়ে আসছিল। আর সেই আবর্জনা গুলি দিয়ে ওই পুকুর ভরাট চলছিল। আর এই কাজ চলছিল প্রায় সপ্তাহখানেক ধরে। পুকুর থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে ছড়িয়ে যাচ্ছিল গোটা এলাকায়। আর তাতেই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই তারা সুবল রায়কে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করেন। সুবল রায়ের কাছ থেকে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। সুবল জানায়, অঞ্চলের এক বিজেপি নেতার নির্দেশেই সে এই কাজ করছিল। এরপর ওই অঞ্চলের তৃণমূল কর্মী মধুসূদন ঘোষ এই বিষয়টি নিয়ে পৌর প্রশাসন এবং বীজপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এ প্রসঙ্গে মধুসূদন বাবু জানান,’কিছু অসাধু ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে এই পুকুরটি ভরাট করার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু আমরা সেটা হতে দেব না। ইকোসিস্টেমকে বাঁচাতে জলাশয় অত্যন্ত জরুরি। এছাড়াও এলাকায় যদি কোন দুর্ঘটনা ঘটে বা অগ্নিকাণ্ড ঘটে তখন এই পুকুর থেকে জল নিয়ে সেটি আটকানো যেতে পারে। কারণ আগুন নেভানোর মত জলাধার এই অঞ্চলে নেই। আর এই পুকুরটি যাতে ভরাট না হয় তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি।’