এই দেশে আমরা কিভাবে আছি
তমাল সাহা

১) ম-য়ে আছি

আমরা মাটির মানুষ
এখন ম বর্ণ নিয়ে বাঁচি।
ম-য়ে মমতা, ম-য়ে মোদি ম-য়ে মৃত্যু

এদের নিয়ে ভালো আছি!

২) হিসেব বেহিসেব

নেতাদের স্মৃতিশক্তি ও স্মৃতিসুখ খুব বেশি।
কোন নির্বাচনে কার রাজত্বে কত খুন হয়েছে নেতারা হিসাব করে করে ঠিক মনে রাখে।
মৃত্যুর ধারাপাত শতকিয়া তারা বলে কড় গুণে গুণে!

আমরা শুধু বেহিসেবি কাঁদতে জানি
বৃষ্টিপাত শেষ হয়ে যায়
তবু আমাদের চোখ থেকে জল ঝরতে থাকে অবিরল ধারায়…

৩) অন্ধ-অন্ধী

এই দেশে দুই অন্ধ ঘর করে–
একজন ধৃতরাষ্ট্র অন্যজন গান্ধারী সাজে।
ধর্ষণ ছোট্ট ঘটনা বঙ্গ জুড়ে!
ধর্ষণ বড় ঘটনা মণিপুরে!!

কার বেলায় প্রতিবাদী
কার বেলায় থাকবো
নিরুত্তরে
সেটা তো আমার অধিকার
আমার ইচ্ছের উপর নির্ভর করে!