অবতক খবর :: মুর্শিদাবাদ :: ২৪ এপ্রিল ::   “এই নিন পৌছে দিলাম আপনাদের খাবার সামগ্রী। এর আগেও এসেছিলাম । কিন্তু হাত জোড় করে অনুরোধ করছি আপনারা বাড়িতে থাকুন। ঘরবন্দি থাকুন এবং করোনার আক্রমণ ঠেকাতে সহায়তা করুন।”- মূলত এই বার্তা নিয়েই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে চাল, ডাল, আলু সহ প্রয়োজনীয় খাবার তুলে দেবার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করলেন জনপ্রতিনিধিরা।

ইসলামপুর ব্লকের আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়ে মানুষকে দিনভর সচেতন করে গেলেন প্রধান, উপপ্রধান এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। পাশাপাশি সেখানে শামিল হয়ে এই প্রচারকে আরো ছড়িয়ে দিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ শাহজাহান, সদস্য আব্দুস সুভান।

সমাজকর্মী জাকির হোসেনের নেতৃত্বে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয়। তিনি বলেন, “এর আগেও বাড়ি বাড়ি আমরা খাবার পৌঁছে দিয়ে এসেছি। কিন্তু লকডাউন এর সময়সীমা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন।” ইতিমধ্যেই সরকারিভাবে ওই গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ মানুষদের জন্য আট কুইন্টাল চাল বরাদ্দ হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তাই ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যদের সহযোগিতায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন যাতে ওই এলাকার কোনও অসহায় তথা দুঃস্থ মানুষ অভুক্ত না থাকেন মূলত সেদিকেই দৃষ্টিপাত করা হয়েছে। প্রয়োজনে ধারাবাহিকভাবে তাদের এই কর্মসূচি চলতেই থাকবে বলেও জানান তিনি।