ভারত মহাসাগরে শ্রীলঙ্কা দ্বীপ জ্বলছে দাউ দাউ। রাষ্ট্রপতি ভবন দখল নিয়েছে জনতা। রাষ্ট্রপতি পালিয়ে নৌসেনা শিবিরে।প্রধানমন্ত্রীর বাস জ্বলছে। বিদ্রোহ আজ চতুর্দিকে। বিদ্রোহ! জন বিদ্রোহ!
এই মুহূর্তে
তমাল সাহা
এক)
কবিতা এখন দ্রুত বেগে ধায়
দক্ষিণ সমুদ্রে ফুঁসে উঠে ঢেউ।
জনশক্তি রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়
রাষ্ট্রপতি ভবন রাজপ্রাসাদ জ্বলে দাউ দাউ।
দুই)
নেতা বলে কেউ নেই
জনতার হাতেই ক্ষমতা
জনতাই নেতা।
রাজা পালায় রাষ্ট্রপতি পালায়
লেখা হতে থাকে বিজয় গাথা।
তিন)
মাঝখানে আগুন চারিদিকে জল
একে বলে বাড়বানল।
জনতার শুদ্ধ হাতে এ সৃজনের আগুন
দ্রোহের প্রস্তুতি নাও স্লোগান তোলো
জাগো জাগাও জাগুন!
চার)
হে রাষ্টূ!
তুই নিজেকে ভাবিস কী মহান।
জনতা জাগিলে
কোথায় মিলিটারি কোথায় মেশিন গান?