করোনার জেরে কেন্দ্রীয় সরকার টানা ২১ দিন লকডাউন ঘোষণা করেছে সারাদেশে। আর তাতেই বিপত্তি। দিন আনা দিন খাওয়া মানুষ মজুত করছেন খাদ্য সামগ্রী। কিন্তু মাথায় হাত পড়েছে দুঃস্থদের। অর্থাৎ যারা পথের ধারে, স্টেশনে,গঙ্গার ঘাটে থাকা অসহায়রা মানুষের দেওয়া খাদ্য সামগ্রী দিয়ে দিন কাটান।

আর তাদের জন্য অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করল হালিশহর পৌরসভা। হালিশহর পৌরসভার উদ্যোগে ২৪শে মার্চ থেকেই খাদ্য সামগ্রী বিলি বন্টন করা হচ্ছে দুঃস্থ অসহায়দের মধ্যে। করোনার যাবতীয় বিধি-নিষেধ মান্য করেই তারা পথে নামছেন। পুরপ্রধান অংশুমান রায়ের নির্দেশে সমাজসেবী শুভঙ্কর ঘোষ (সোনাই) সহ অন্যান্যরা ২৪ তারিখ থেকেই দুঃস্থদের মধ্যে চাল বিতরণ শুরু করেছেন।

 

সেই সঙ্গে করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলছেন তাদের মধ্যে। এছাড়াও তারা তাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এবং এক জায়গায় জমায়েত না করার নির্দেশ দিচ্ছেন। শুভঙ্কর ঘোষ জানান, ‘আমাদের এই উদ্যোগে দুঃস্থদের জন্য। আর লকডাউন যতদিন থাকবে ততদিন এই কর্মসূচি চলবে। দুঃস্থ ও অসহায়রা যাতে একবেলা অন্তত দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন।’