এই শব এই লাশ
তমাল সাহা
এগুলি কি সার সার পড়ে আছে?
শব লাশ মৃতদেহ মড়া!
এরা কারা,
এভাবে হেলায় পড়ে কেন?
তোমরা কি জানো
এদের কাউকে কি চেনো?
এদের মৃত্যুর জন্য দায়ী কারা?
রোজ রোজ এত মৃত্যু কে দেবে পাহারা!
এই নাকি তোমার রাষ্ট্র
এই নাকি গণতান্ত্রিক স্বাস্থ্যব্যবস্থা?
এই অসহায় মৃত্যু!
কোনোমতে কাপড়ে জড়ানো ভূ-শয্যা।
নেই কোনো বাঁচার আয়োজন
নেই বাঁচার অম্লজান
নেই নিরাময়ের ওষুধ
নেই কোনো রাষ্ট্রীয় লজ্জা!
শুধু নেই আর নেই
এটি নেই এর রাজ্য এত নৈরাজ্য?
তুমি আমি নিশ্চুপ আশ্চর্য!
এতো ধৈর্য, কতদিন গ্রাহ্য?
শোনো তো কে ডেকে যায় সোচ্চারে!
ক্ষিপ্ত বাতাস বলে,
খুনি রাষ্ট্রকে গুলি করো এনকাউন্টারে।