অবতক খবর,১৭ মার্চ: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
তিনি গতকালই এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায়।
অদম্য জেদ ও সাহস থাকলে এ সম্ভব।
তবে পরিবার সূত্রে জানা যায় গতকাল ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটির হাসপাতালে। তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপরা থানার কলেজ পাড়া এলাকায়।
তার পরিবর সূত্রে আরো জানা যায় সে চোপড়া থানার সোনাপুর হাই স্কুলে পড়তেন, তার সিট পড়েছিল ইসলামপুর শহরের চোপড়া ঝার গার্লস হাই স্কুলে।
ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি জানান আমরা জানতে পারি এক পেসেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তিনি একজন গাইনি পেশেন্ট তিনি সন্তানের জন্ম ও দিয়েছেন ।
তার আজ পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি ।
সমস্ত বিভাগে এই বিষয়ে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং বর্তমানে সে সেখানেই পরীক্ষা দিচ্ছেন ।
সন্তান ও মা দুজনেই এখন সুস্থ আছেন।