অবতক খবর,১০ সেপ্টেম্বর: এক টুকরো মহারাষ্ট্র ইসলামপুর শহরের,এমনই চিত্র দেখা গেল ইসলামপুর শহরের লোহাপট্টি মোড়ে।
মহারাষ্ট্রের গণপতি পূজা ইসলামপুরে পালিত হচ্ছে। দীর্ঘ ২০ বছর ধরে এই মহারাষ্ট্রিয়ান সম্প্রদায়ের মানুষদের বাস ইসলামপুর লোহাপট্টি মোড় এলাকায়। তারা ছয় বছর ধরে এই গণপতি পূজা করে আসছেন। গণেশের প্রিয় প্রসাদ মোদোক ও লাড্ডু, বিভিন্ন প্রসাদ দিয়ে দিয়ে গণপতি পূজা করে আসছেন। মহারাষ্ট্রে সাড়ম্বরে পালিত হয় এই গণপতি পূজা দশদিন ধরে চলে এই পুজো। তারাও এখানে ১০ দিন ধরে পুজো করে করতেন। কিন্তু তারা তিন দিনেই বিসর্জন দেবেন করোনা মহামারীর কারণে। তারা পুজো ছোট করছেন। তিনবেলা ভগবান গণেশকে ভোগ দেওয়া, আরতি করে ভজন কীর্তন করেন। গনেশ পূজায় বাড়ির প্রত্যেকটি সদস্যই আরতি করেন। তারা জানান, তারা এখানে সোনার কাজ করেন এবং সেই থেকেই এখানে বসবাস করছেন।