অবতক খবর , উত্তর দিনাজপুর :    এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের তিনপুল এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। রোগীর পরিবার সূত্রে জানা গেছে ,শনিবার গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ওই রোগীকে ইসলামপুরের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ডাক্তারের নির্দেশ অনুযায়ী তার অপারেশন হয় ।

কিন্তু রোগীর পরিবারের অভিযোগ, অপারেশন ঠিকঠাক না হয় রোগীর অপারেশন স্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। জরুরী ভিত্তিতে তাকে ৫ বোতল রক্ত প্রদান করা হয়। কিন্তু তাতেও রোগীর পরিস্থিতি স্বাভাবিক না হলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করে। সেখানে শুক্রবার ভোর চারটে নাগাদ ওই রোগীর মৃত্যু হয় এরপর পরিবারের লোকজন ওই মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে ইসলামপুরের নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করে। নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী এসে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। ঘটনা কিছুটা প্রশমিত হওয়ার পর আগ ডিমটি অঞ্চলের উপপ্রধান ইমাজউদ্দীনের মধ্যস্থতায় রোগীর পরিবার এবং নার্সিংহোম এর মধ্যে আলোচনা হয়।

আলোচনা শেষে রোগীর পরিবারের লোকজন আব্দুল জব্বার নামের ওই ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য নিজের গ্রামে নিয়ে যায়। স্থানীয় জনগণের অভিযোগ বিক্ষোভ চলাকালীন নার্সিংহোম এর ভেতর থেকে বেশকিছু ইটপাটকেল ও জনতাকে ছত্রভঙ্গ করার জন্য ছোড়া হয় বলে অভিযোগ। এই কারণেই জনতা আরো ক্ষেপে ওঠে। পরে পুলিশের উপস্থিতি এবং মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।