অবতক খবর , উত্তর দিনাজপুর : এক লক্ষ ৪৬ হাজার টাকার বেআইনি মদ উদ্ধার করল ডালখোলা ট্রাফিক ইউনিট। সন্ধ্যায় নাকা চেকিংয়ের সময় ডালখোলা রেলগেটের কাছ থেকে একটি নাম্বারহীন কাল গাড়ি থেকে এই সকল বেআইনি মদ বাজেয়াপ্ত করেন তারা। বিদেশী মদের লেভেল লাগানো মোট ৬২৪ ছোট-বড় বেআইনি মদের বোতল উদ্ধার করা হয়।
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডালখোলা ট্রাফিক ইউনিট। এরই সাথে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বুধবার ইসলামপুর কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বাড়ি বিহারের মাধেপুরা।