অবতক খবর,১২ সেপ্টেম্বর: মাধ্যমিক শিক্ষক সংগঠন নিয়ে টানাপোড়েন উত্তর ২৪ পরগণা জেলায়। গতকালই মধ্যমগ্রামের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগণা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক দিবস উদযাপন। সেই সময় সভা কক্ষে খোলা মঞ্চে সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষ সম্রাট চট্টোপাধ্যায়কে এই সংগঠনের মূল বলে দাবি করেন এবং DPSC চেয়ারম্যানের তৈরি হওয়া নব সংগঠনকে তিরস্কার করেন মঞ্চে দাঁড়িয়ে। এরপরই বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চতর নেতৃত্ব সুব্রত বক্সীর সাথে কথা হবে বলেও জানান সৌগত রায়। এরপর এই রবিবার সকালে দেখা গেল বারাসাত বিদ্যাসাগর সভাগৃহে নবনিযুক্ত সভাপতি তথা DPSC চেয়ারম্যান দেবব্রত সরকারের নেতৃত্বে শিক্ষক দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজ্যের শিক্ষামন্ত্রী ও বনমন্ত্রী আসার কথা থাকলেও কাউকেই দেখা যায়নি সভাগৃহে। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন গত ৮ মাস আগে উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে ৮ মাস আগেই এই পদে নিযুক্ত করেন এবং তৃণমূলের মাদার কমিটি তাকে এই পদে দায়িত্ব দেন। তারই দায়িত্ব পালন করছি আমি।
এই সংগঠনের সভাপতি হিসাবে নিজের দাবিতে অনড়। পাশাপাশি এক ব্যক্তি এক পদ নিয়ে প্রশ্ন করলে দেবব্রত সরকার বলেন, দলের সিদ্ধান্ত নেবে দল আমায় দায়িত্ব দিয়েছে আমি DPSC চেয়ারম্যানের পদের আগে এই সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি।